মাত্র ২ জন যাত্রী নিয়ে ঢাকা-কাতার ফ্লাইটের যাত্রা শুরু!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়েছে, এবং এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে কাতারের উদ্দেশ্যেও যাত্রা শুরু করেছে বিমান। তবে, বিগত ৭ সেপ্টেম্বর ঢাকা থেকে কাতারে ছেড়ে যাওয়া ফ্লাইটে যাত্রী ছিলেন কেবলমাত্র ২ জন!
মাত্র ২ জন যাত্রী নিয়ে ঢাকা-কাতার ফ্লাইটের যাত্রা শুরু!

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এর একজন শীর্ঘস্থানীয় কর্মকর্তা জানান, আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও যাত্রী সংকটে ভুগছে ফ্লাইটগুলো। এই যাত্রী সংকট এর কারনে বিগত ৭ সেপ্টেম্বর মাত্র ২ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কাতারে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এর ফ্লাইট।

মোট ২৬০ জন যাত্রীবহনের ক্ষমতাসম্পন্ন ফ্লাইটের ২৫৮টি সিটই ছিলো শূন্য। ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উড্ডয়ন করে, এবং কাতারের স্থানীয় সময় ৮টা ৩০ মিনিটে কাতারের রাজধানী দোহায় অবতরণ করে।

সর্বশেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৯
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও