বিদেশফেরত কর্মীদের দক্ষতার স্বীকৃতি দেয়ার তাগিদ :আইএলওর সেমিনার

আইএলও
আইএলও

নভেল করোনাভাইরাসের (কভিড ১৯) কারণে প্রতিনিয়ত শ্রমবাজার থেকে দেশে ফিরে আসছেন বাংলাদেশী কর্মীরা। কর্মস্থল থেকে ফেরা এসব কর্মীর যেমন অভিজ্ঞতার সনদ নেই, তেমনি নেই দেশে কর্মসংস্থানের সুযোগ। ফলে দেশে ফেরা এসব কর্মী যে অভিজ্ঞ এবং দক্ষ, তার কোনো প্রমাণপত্র নেই তাদের। দেশে কিংবা পুনরায় বিদেশে গিয়ে দক্ষ কর্মী হিসেবে কর্মসংস্থান ঘটাবেন, সনদের কারণে সে সুযোগও সীমিত। এ অবস্থায় বিদেশফেরত এসব কর্মী যাতে দেশে ফিরে অভিজ্ঞতার স্বীকৃতি পান, সেজন্য জোর তাগিদ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত আইএলওর অনলাইন এক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন। ‘দক্ষতার স্বীকৃতি এবং এশিয়ায় অভিবাসী কর্মীদের কর্মসংশ্লিষ্ট শিক্ষা সনদ’ শীর্ষক এক উচ্চপর্যায়ের অনলাইন সম্মেলন থেকে এসব কথা উঠে আসে। এ সময় অভিজ্ঞ বিদেশফেরত কর্মীদের অভিজ্ঞতার স্বীকৃতি ও সনদ দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তারা।

অনলাইন এ সেমিনারে এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ১৩০ জন প্রতিনিধি অংশ নেন। তাদের প্রত্যেকে অভিবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রে প্রবেশ, অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতির বিষয়ে নিজ নিজ মতামত ব্যক্ত করেন। শ্রমবাজারে কর্মী প্রবেশের আগে তাদের যে শিক্ষা, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও দক্ষতা সনদ থাকলে তারা পুনরায় নতুন করে বাজারে ভালো করতে পারবে বলে মনে করেন আলোচকরা।

আইএলও এক প্রতিবেদনে দেখা গেছে, মহামারীজনিত কারণে ফিরে আসা কর্মীদের এক-তৃতীয়াংশ পুরুষ ও নারী জানিয়েছেন, বিদেশে থাকাকালীন তারা নতুন কিছু শিখেছেন এবং সংশ্লিষ্ট সেক্টরে তাদের ব্যাপক অভিজ্ঞতা তৈরি হয়েছে। কিন্তু তারা যে নতুন কিছু শিখেছেন এবং অভিজ্ঞতা রয়েছে, তার কোনো প্রমাণপত্র তাদের কাছে নেই। ফলে নতুন করে শ্রমবাজারে প্রবেশ করলে তারা যে অভিজ্ঞ, তার যথাযথ প্রমাণ তারা দেখাতে পারবে না। সেক্ষেত্রে আরপিএল সনদপত্র পেলে তারা তাদের যথাযথ অভিজ্ঞতা ও দক্ষতা উপস্থাপন করতে পারবেন।

সেমিনারে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডা. মোহাম্মদ আবুল হাসান বলেন, বাংলাদেশী কর্মীদের সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে আইপিএল বাস্তবায়ন শুরু করেছে। আটটি ডিজিটাল ল্যাব স্থাপন করার মাধ্যমে কর্মীদের দক্ষতা যাচাই করা শুরু হয়েছে। এছাড়া এই কর্মসূচি সম্প্রসারণের জন্য দূতাবাস মোবাইল আরপিএল বাস চালু করার প্রক্রিয়ায় রয়েছে।

বিদেশ ফেরত কর্মীদের দক্ষতা, টেকসই কর্মসংস্থান এবং প্রশিক্ষণবিষয়ক ২১টি প্রকল্প হাতে নিয়েছে আইএলও এবং ইউরোপীয় ইউনিয়ন। সংস্থা দুটি ফিরে আসা শ্রমিকদের অভিজ্ঞতা, দক্ষতা এবং সংশ্লিষ্ট কাজে পুনরায় কর্মসংস্থান কীভাবে ঘটানো যায়, তা নিয়ে কাজ করছে।

সেমিনারে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. নাজিবুল ইসলাম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হাসান মোল্ল্যা, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ডেপুটি চিফ রেহনুমা সালাম খান প্রমুখ অংশ নেন।

সর্বশেষ আপডেট: ২ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৯
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও