করোনা পরীক্ষার ফি কমলো বিদেশগামী যাত্রীদের

বিদেশগামী যাত্রী
বিদেশগামী যাত্রী

বিদেশগামীদের করোনাভাইরাস পরীক্ষার ফি কমিয়েছে সরকার। আগে ছিল সাড়ে ৩ হাজার টাকা। বর্তমান ফি কমিয়ে করা হয়েছে দেড় হাজার।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস রোধে তাইওয়ান সরকারের পক্ষ থেকে পাঠানো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, ‘২০০ টাকার টেস্ট ১০০ টাকা, ঘরে বসে টেস্ট ৫০০ থেকে ৩০০ টাকা করা হয়েছে।
যারা টেস্ট করে বিদেশে যায় তাদের পরীক্ষা সাড়ে তিন হাজার থেকে কমিয়ে এক হাজার ৫০০ টাকা করে দেয়া হয়েছে।’

করোনার তিন ধরনের টেস্ট হয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটা হলো পিসিআর টেস্ট, যেটা আমরা করে যাচ্ছি।
দুটি টেস্ট- একটি অ্যান্টিজেন এবং অপরটি র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট।’

সর্বশেষ আপডেট: ২৫ আগস্ট ২০২০, ১০:১৪
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও