দেশে ফিরতে নিবন্ধন লাগবে না করোনায় আটকে পড়া ভারতীয়দের

ভারতীয়দের নিবন্ধন লাগবে না
ভারতীয়দের নিবন্ধন লাগবে না

যেসব দেশের সঙ্গে ভারতের ‘এয়ার ট্রান্সপোর্ট বাবল’ বা বিমানে নিরাপদ চলাচল সংক্রান্ত চুক্তি আছে সেসব দেশ থেকে দেশে ফিরতে ভারতীয় নাগরিকদের সংশ্লিষ্ট মিশনে নিবন্ধন করা লাগবে না। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে আটকে পড়া ভারতীয় নাগরিকরা রোববার থেকেই দেশে ফিরতে পারবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে। করোনা মহামারির মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার পর বিশেষ পরিস্থিতি মোকাবেলায় যেকোনো দেশ অস্থায়ীভাবে এ চুক্তি করতে পারে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ৬ দেশের এরকম চুক্তি রয়েছে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হারদিপ পুরি জানিয়েছেন, এ ধরণের চুক্তি আরও ১৩ দেশের সঙ্গে করা হচ্ছে। এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। এনডিটিভির খবর। করোনায় বিভিন্ন দেশে আটকে পড়া যেসব ভারতীয় নাগরিক দেশে ফিরতে ইচ্ছুক, তাদেরকে সংশ্লিষ্ট দেশের ভারতীয় মিশনে নিবন্ধন করার নিয়ম রয়েছে। কিন্তু এভিয়েশন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এয়ার ট্রান্সপোর্ট বাবল চুক্তির আওতায় নাগরিকদের দেশে ফিরতে নিবন্ধন করার দরকার হবে না। ভারতীয় নাগরিকদের দেশে ফেরার ব্যাপারে যুক্তরাষ্ট্র গত ১৭ জুলাই অস্বচ্ছতার অভিযোগ আনে। বন্দে ভারত মিশনের আওতায় কিছু নাগরিককে দেশে ফেরানো হয়। কিন্তু যুক্তরাষ্ট্র তাতে ব্যবস্থা নেয়ার হুমকি দেয়। এরপরই মূলত ভারত এয়ার ট্রান্সপোর্ট বাবল চুক্তির বিষয়টি সামনে আনে। ২৩ মার্চের পর থেকে করোনা মহামারিতে ভারতের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হতে শুরু করে। পরের দুই মাসে পরিস্থিতির উন্নতি হয়। ২৫ মে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করে দেয় ভারত সরকার। প্রথমে প্রতি ফ্লাইটে ৩৩ শতাংশ যাত্রী তোলার অনুমতি দেয়া হয়। পরে তা বাড়িয়ে ৪৫ শতাংশ করার ঘোষণা দেয় ভারতীয় এভিয়েশন মন্ত্রণালয়।

সর্বশেষ আপডেট: ২৪ আগস্ট ২০২০, ১৯:২৬
Desk
এড্যমিন

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও