লেবানন থেকে তিন হাজার অবৈধ বাংলাদেশীকে ফিরিয়ে আনার সুপারিশ

লেবানন থেকে তিন হাজার অবৈধ বাংলাদেশীকে ফিরিয়ে আনার সুপারিশ
লেবানন থেকে তিন হাজার অবৈধ বাংলাদেশীকে ফিরিয়ে আনার সুপারিশ

লেবানন থেকে তিন হাজার অবৈধ বাংলাদেশীকে ফিরিয়ে আনার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে পাঁচ প্রবাসী বাংলাদেশী মারা গেছেন, এ ‍দুর্ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৮০ জন বাংলাদেশী। আহতদের মধ্যে শান্তিরক্ষা কাজে নিয়োজিত ২১ নৌ বাহিনীর সদস্যও আহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার জাতীয় সংসদে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিস্ফোরণ পরবর্তী সময়ে বাংলাদেশীদের অবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, লেবাননে প্রায় তিন হাজার বাংলাদেশী অবৈধভাব বসবাস করছেন। তাদের ফেরত আনার জন্য সংসদীয় কমিটি ব্যবস্থা নিতে বলেছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, ওই দেশে প্রায় ৩ হাজার বাংলাদেশী অবৈধভাব বসবাস করছেন। তাদের ফেরত আনার জন্য কমিটি ব্যবস্থা নিতে বলেছে। পররাষ্ট্র মন্ত্রী আমাদের জানিয়েছেন এই অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে জার্মান বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা এবং বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরণের অপপ্রচার বন্ধে পলিটিক্যাল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধিসহ মাঝে মধ্যে ওয়ার্কসপ/সেমিনারের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।

ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন) বৈঠকে অংশ নেন।

সর্বশেষ আপডেট: ২৪ আগস্ট ২০২০, ০০:০৫
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও