অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা: ‘চাঞ্চল্যকর’ তথ্য পেয়েছে র‌্যাব

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা: ‘চাঞ্চল্যকর’ তথ্য পেয়েছে র‌্যাব
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা: ‘চাঞ্চল্যকর’ তথ্য পেয়েছে র‌্যাব

টেকনাফ উপজেলার শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় ‘চাঞ্চল্যকর’ তথ্য পাওয়ার কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, সিনহার বোনের দায়ের করা হত্যা মামলায় রিমান্ডে থাকা চার পুলিশ সদস্যসহ সাত আসামিকে জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আশিক বিল্লাহ বলেন, র‌্যাব হেফাজতে সাত আসামিকে জিজ্ঞাসাবাদে যে সব তথ্য পাওয়া গেছে, এখন এসব তথ্য দ্বিতীয় রিমান্ডে আনা ওসি প্রদীপসহ গুরুত্বপূর্ণ তিন আসামির তথের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে।

সর্বশেষ আপডেট: ২০ আগস্ট ২০২০, ১২:১৯
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও