কানাডায় অভিবাসনে ৬৪% পতন, ঝুঁকিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি

কানাডায় অভিবাসনে ৬৪% পতন, ঝুঁকিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি
কানাডায় অভিবাসনে ৬৪% পতন, ঝুঁকিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি

নভেল করোনাভাইরাসের সংক্রমণজনিত সীমান্ত বিধিনিষেধের প্রেক্ষাপটে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কানাডায় অভিবাসনের পতন হয়েছে প্রায় দুই তৃতীয়াংশ যা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান এ চালিকাশক্তিকে ঝুঁকিতে ফেলেছে।

জুন পর্যন্ত তিন মাসে কানাডা স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছে মাত্র ৩৪ হাজার ২৬০টি। গত বছরের একই সময়ের ৯৪ হাজার ২৭৫টি অনুমতির তুলনায় এক্ষেত্রে পতন হয়েছে ৬৪ শতাংশ। খবর ব্লুমবার্গ।

কানাডার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কয়েক বছর ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দেশটির অভিবাসীরা। মূলত অভিবাসীদের ওপর নির্ভর করেই কর্মী বাহিনী জোরদার করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে কানাডা সরকার। দেশটি এখন পর্যন্ত স্থায়ীভাবে বসবাসের অধিকাংশ আবেদন গ্রহণ করলেও করোনার কারণে অভিবাসী গ্রহণের সার্বিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

সব মিলিয়ে ২০২০ সালের প্রথম ছয় মাসে কানাডা ১ লাখ ৩ হাজার ৪২০ জনকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছে। গত বছর মোট ৩ লাখ ৪১ হাজার ১৭৫ জনকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়।

সর্বশেষ আপডেট: ২০ আগস্ট ২০২০, ১২:১১
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও