মেয়াদোত্তীর্ণ ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য জরিমানা কমাল ভারত

মেয়াদোত্তীর্ণ ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য জরিমানা কমাল ভারত
মেয়াদোত্তীর্ণ ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য জরিমানা কমাল ভারত

মেয়াদোত্তীর্ণ ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য জরিমানা কমিয়েছে ভারত।
আগে দেশটিতে অবস্থানকালে বাংলাদেশিদের ভিসার মেয়াদ শেষ হলে অধিক পরিমাণ জরিমানা দিতে হত।
এই জরিমানার ক্ষেত্রে বাংলাদেশি মুসলিম ধর্মাবলম্বী ও অন্য ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক পার্থক্য ছিল।
তবে বর্তমান নিয়মে তা অনেক কমানো হয়েছে।

আগের নিয়মে, কোনো বাংলাদেশি মুসলমানের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতে থাকলে, ওভার স্টে বাবদ ব্যক্তিটিকে দিতে হত মোটা অঙ্করে জরিমানা।
তবে মুসলিম সম্প্রদায় বাদে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান অথবা জৈন ধর্মের হলে একই দোষে তাকে জরিমানা গুনতে হত অনেক কম।

আগের নিয়মে বলা হয়েছিল, এই ৩ দেশের সংখ্যাগুরু (মুসলিম) নাগরিকেরা যদি ভিসার মেয়াদ শেষের পরও ভারতে অবৈধভাবে অবস্থান করেন, তবে তাদের বেআইনি অবস্থানের ১ থেকে ৯০ দিনের জন্য দিতে হবে ২১ হাজার রুপি জরিমানা, ৯১ দিন থেকে ২ বছর পর্যন্ত অবস্থান করলে দিতে হবে ২৮ হাজার রুপি এবং ২ বছরের বেশি সময় ধরে অবস্থান করলে দিতে হবে ৩৫ হাজার রুপি।

সম্প্রতি এই আদেশ বাতিল করে ওই তিন দেশের ভিসার মেয়াদোত্তীর্ণকারীদের জরিমানার হার সব নাগরিকের জন্য সমান করা হয়।
এতে বলা হয়েছে, সবার জন্য ১ থেকে ১৫ দিনের জন্য ৫০০ রুপি, ১৬ থেকে ৯০ দিনের জন্য ৫ হাজার রুপি, ৯১ থেকে ২ বছর ১০ হাজার রুপি ও ২ বছরের বেশি যারা, তাদের ২০ হাজার রুপি জরিমানা দিতে হবে।

সর্বশেষ আপডেট: ১৯ আগস্ট ২০২০, ২২:৫৯
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও