কুয়েতে দণ্ডিত ৩ মানবপাচারকারীর একজন দেশে গ্রেফতার

কুয়েতে দণ্ডিত ৩ মানবপাচারকারীর একজন দেশে গ্রেফতার
কুয়েতে দণ্ডিত ৩ মানবপাচারকারীর একজন দেশে গ্রেফতার

মানবপাচারের অভিযোগে কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত হয়ে পালিয়ে আসা তিন মানবপাচারকারীর মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত সোমবার (১৭ আগস্ট) আমীর হোসেন ওরফে সিরাজউদ্দিন নামে এই যুবককে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়।

সিআইডির দাবি, এই চক্রটি অন্তত ৯শ বাংলাদেশীকে অবৈধভাবে কুয়েতে পাচার করেছে। ভুক্তভোগী কয়েকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে মোট তিন বাংলাদেশী ও এক কুয়েতি নাগরিকের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ বিষয়ে সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে কুয়েতের আদালতে বেশ কয়েকটি মামলাও দায়ের হয়।

পরে বিচারিক প্রক্রিয়া শেষে তিন বাংলাদেশীকে তিনবছর করে কারাদণ্ড দেয় আদালত। সঙ্গে তাদের অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়। কুয়েতি নাগরিক কারাগারে গেলেও করোনার মহামারী চলাকালে কৌশলে দেশে পালিয়ে আসেন তিন বাংলাদেশী।

কুয়েত সরকারের কাছ থেকে এমন তথ্য পেয়ে তাদের গ্রেফতারে অভিযানে নামে সিআইডি। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া সিআইডির সিরিয়ার ক্রাইম ইউনিটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রাজীব ফারহান বলেন, মানবপাচারের অপরাধে কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত হয়ে দেশে পালিয়ে আসা তিনজনের মধ্যে একজন আমির হোসেন।

পড়ালেখা না জানা আমির হোসেন ৩০ বছরেরও বেশী সময় কুয়েতে ছিলেন। দেশে বিদেশে তার বিপুল সম্পদ রয়েছে।

পালিয়ে আসা অন্য দুজনকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ আপডেট: ১৯ আগস্ট ২০২০, ২০:২০
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও