বাংলাদেশ ও ভারত সমান সমান

এশিয়ান কাপ
এশিয়ান কাপ

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি চার ম্যাচের মধ্যে বাংলাদেশ তিনটিই খেলবে ঘরের মাঠে। আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচগুলো নিজেদের মাটিতে বলে জাতীয় দলের কোচ জেমি ডে কিছু পয়েন্ট পাওয়ার প্রত্যাশার কথা বলছেন বারবার। আর একটি জয় পেলে সেটা তার দৃষ্টিতে হবে অসাধারণ।

দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনও মনে করেন, ভালো খেলতে পারলে ঘরের মাঠের তিন ম্যাচে ইতিবাচক ফলই আসবে। বিশেষ করে আফগানিস্তান ও ভারতের ম্যাচের দিকেই চোখ বড় করে তাকিয়ে বাংলাদেশের ফুটবলাররা। কারণ এই দুই দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ। অনেক গোল মিস করে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে এবং জিততে জিততেও ১-১ গোলে ড্র করেছে ভারতের বিরুদ্ধে।

আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ তিনটি হবে সিলেট জেলা স্টেডিয়ামে। ফিফা ‘ক্লোজডোর’ ম্যাচের নির্দেশ না দিলে নিশ্চয়ই সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় থাকবে। এই সুযোগটা কাজে লাগিয়ে ভালো ফলাফল পেতে চান বাংলাদেশের ফুটবলাররা।

ভারতের বিপক্ষে ম্যাচ সম্পর্কে তপু বর্মন বলেছেন, ‘বাংলাদেশ ও ভারত সমান সমান। ম্যাচটিও হবে ফিফটি ফিফটি। তবে আমাদের মাঠে খেলা বলেই হোম সুবিধা পাব। আমরা ভারতের বিপক্ষে তাদের মাঠে জয়ের খুব কাছাকাছি গিয়েও দুর্ভাগ্যবশত হেরেছি। প্রতিপক্ষের মাঠে ভালো খেলাটা ঘরের মাঠে আমাদের জন্য ইতিবাচক প্রভাব পড়বে। আমরা ভারতের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। তাদের সম্পর্কে অনেক জানি। আমি তাদের সাথে আমাদের কোন পার্থক্য খুঁজে পাইনি।’

তপু বর্মন বলেছেন, ‘আমরা তিন মাসেরও বেশি সময় ধরে খেলা ও প্রশিক্ষণের বাইরে আছি। আগস্ট মাসে আমাদের ক্যাম্প শুরু হবে। নিজেদের প্রস্তুত করতে যথেষ্ট সময় পাব। প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। হোম ম্যাচ হওয়ার কারণে আমরা কিছু অতিরিক্ত সুবিধা পাব। ওদের সাথে আমরা তাজিকিস্তানে অ্যাওয়ে ম্যাচ ভালো খেলেও হেরেছি। দলগতভাবে তুলনা করলে আমরা তাদের চেয়ে এগিয়ে থাকব। বাইরের ম্যাচগুলো ভালো খেলেছি। তাই আমরা আশা করছি হোম ম্যাচগুলোতেও ভালো করব।’

আগের চার ম্যাচের মধ্যে ওমানের কাছেই বড় ব্যবধানে (৪-১) হেরেছে বাংলাদেশ। মাসকাটে ওই ম্যাচটি কঠিন ছিল উল্লেখ করে তপু বর্মন বলেন, ‘ওমান অনেক শক্তিশালী প্রতিপক্ষ। তাদের মাটিতে ১-৪ গোলে হেরেছি। এবার ওমান আমাদের মাঠে খেলতে আসছে। আমরা ভালো খেলার চেষ্টা করব। আমি মনে করি, তাদের বিপক্ষে দলগত ভাবে ভালো খেলতে পারলে আমরা পজিটিভ ফলাফল পাব।’

সর্বশেষ আপডেট: ১৪ জুলাই ২০২০, ১৮:১০
Bashir Akon

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও