ভারতে ঢুকতে আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নতুন গাইডলাইন

ভারতে ঢুকতে আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নতুন গাইডলাইন
ভারতে ঢুকতে আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নতুন গাইডলাইন

করোনার মধ্যেই ভারতের ঘরোয়া উড়ান শুরু হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট কবে শুরু হবে তা এখনও স্পষ্ট করেনি ভারতের কেন্দ্রীয় সরকার। তবে এরই মধ্যে ভারতে ঢোকার আগে আন্তর্জাতিক যাত্রীদের জন্য আরও একদফা গাইডলাইন প্রকাশ করল ভারত। এর আগে ২৪ মে যাত্রীদের জন্য গাইডলাইন প্রকাশ করেছিল ভারতে উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। সেই গাইডলাইনের সঙ্গেই আরও কয়েকটি নির্দেশিকা জুড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ৮ অগাস্ট থেকে নতুন গাইডলাইন কার্যকর হচ্ছে।

কী রয়েছে নতুন গাইডলাইনে?

– প্রত্যেক যাত্রীকে উড়ানের অন্তত ৭২ ঘণ্টা আগে newdelhiairport.in ওয়েবসাইটে নিজের স্বাস্থ্য় সংক্রান্ত তথ্য দিতে হবে।

– যাত্রার আগে লিখিত দিতে হবে যে তাঁরা মোট ১৪ দিন কোয়ারানটিনে থাকবেন। এর মধ্যে প্রথম ৭ দিন নিজের টাকায় সরকারি কোয়ারানটিনে থাকতে হবে। পরের ৭ দিন হোম কোয়ারানটিনে থাকতে হবে।

– সরকারি কোয়ারানটিনে থাকতে না চাইলে ভারতে আসার পরই আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।

– গুরুতর অসুস্থ, পরিবারে কারও মৃত্যু হলে, গর্ভবতী মহিলা বা ১০ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

– প্রত্যেক যাত্রীর মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক।

– বিমানে ওঠার সময়ে সব যাত্রীর থার্মাল স্ক্রিনিং করা হবে। যাঁদের মধ্যে করোনার কোনও উপসর্গ থাকবে না তাঁদেরই একমাত্র বিমানে উঠতে দেওয়া হবে।

– স্থলপথে যাঁরা ভারতে ঢুকবেন তাঁদেরও একই নিয়ম মেনে চলতে হবে। করোনার উপসর্গ না থাকলেই একমাত্র ঢোকার অনুমতি পাওয়া যাবে।

– বিমানে ওঠার সময়ে দূরত্ববিধি বজায় রাখতে হবে।

– বিমানের মধ্যে মাস্ক পরতে হবে, হাতে স্যানিটাইজারও দিতে হবে।

– দেশে বিমান অবতরণের পর যাত্রীদের থার্মাল স্ত্রিনিং করা হবে। সমুদ্র বন্দরের ক্ষেত্রেও একই নিয়ম।

– কোনও যাত্রীর করোনার উপসর্গ দেখা দিলে তাঁকে সঙ্গে সঙ্গে আইসোলেট করা হবে এবং চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হবে।

করোনার জেরে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে ভারতে বন্ধ অভ্যন্তরীন ও আন্তর্জাতিক ফ্লাইট। পরে অভ্যন্তরীন ফ্লাইট শুরু হলেও আন্তর্জাতিক ফ্লাইটে ৩১ অগাস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে ডিজিসিএ। তবে পণ্য পরিবহণ ও বন্দে ভারত মিশনের আওতায় আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে।

সর্বশেষ আপডেট: ৪ আগস্ট ২০২০, ০৯:৩৬
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও