এক্সিট রি এন্ট্রি খুরুজ আওদা ভিসা নিয়ে যারা সৌদিআরব হতে ছুটিতে দেশে গিয়েছিলেন

এক্সিট রি এন্ট্রি / খুরুজ আওদা ভিসা নিয়ে যারা সৌদিআরব হতে ছুটিতে দেশে গিয়েছিলেন, এবং দেশে যাওয়ার পর করোনার কারণে আর ফিরে আসতে পারেননি এমনকি ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাদের ইকামার মেয়াদ অটোমেটিক তিন মাস বৃদ্ধি করে দেয়া হয়েছে মর্মে সৌদি জাওয়াযাত/ পাসপোর্ট বিভাগ জানিয়েছে।

মেয়াদ শেষ হয়ে যাওয়া এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ কবে কিভাবে বাড়বে এমন এক প্রশ্নের জবাবে জাওয়াযাতের টুইটার একাউন্ট হতে জানানো হয়েছে যে অটোমেটিক ভাবে ভিসার মেয়াদ তিন মাস বৃদ্ধির বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

সৌদিতে অবস্থানরতদেরও ইকামার মেয়াদ সয়ংক্রিয়ভাবে তিন মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে মর্মে অনেক প্রবাসী জানালেও জাওয়াযাতের পক্ষ হতে এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

ইতোপূর্বে (প্রথম দফায় ) কাদের ইকামার মেয়াদ বাড়বে, কোন সময়ের মধ্যে এক্সপায়ার হওয়া ইকামার মেয়াদ বাড়বে সব কিছুর স্পষ্ট ঘোষণা দেয়া হলেও এবার জাওয়াযাতের পক্ষ হতে এই জাতীয় কোন স্পষ্টিকরণ বিজ্ঞপ্তি দেয়া হয়নি। অনেকে জানতে চান আমার ইকামার মেয়াদ এত তারিখে শেষ হয়েছে বা অত তারিখে শেষ হবে আমার টার মেয়াদ কি বাড়বে? জাওয়াযাতের পক্ষ হতে স্পষ্ট না করায় এসব প্রশ্নের কোন উত্তর দেয়া যায়না।

যাদের ফাইনাল এক্সিট ভিসা ছিল, করোনায় ফ্লাইট বন্ধ থাকায় যেতে পারেন নি তাদের এক্সিট ভিসার মেয়াদ বৃদ্ধি করা ছাড়াই যেতে কোন বাধা নেই। ভিজিট ভিসায় কেউ এসে আটকে গেলেও ভিসার মেয়াদ বৃদ্ধি ছাড়াই সৌদি ত্যাগ করতে পারবেন।

বর্তমানে সৌদি ও বাংলাদেশের মধ্যে কোন স্বাভাবিক ফ্লাইট চলমান নেই। কিছু স্পেশাল ফ্লাইট চলাচল করেছে শুধু মাত্র অসুস্থ, ভিজিটে এসে আটকে পড়া, উমরায় এসে আটকে পড়া, ছাত্র ও নারীদের দেশে ফেরত যাওয়ার জন্য। কবে স্বাভাবিক ফ্লাইট চলাচল করবে তা এখনো বলা যাচ্ছেনা ।

ইকামা এক্সপায়ার ও হুরুবপ্রাপ্তদের সাধারণ ক্ষমায় দেশে ফিরে যাওয়ার বিষয়ে এখনো কোন খবর নেই।

মামুনুর রশিদ
বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
২৭/৭/২০২০

সর্বশেষ আপডেট: ২৮ জুলাই ২০২০, ০০:২৬
Bashir Akon

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও