করোনার করালগ্রাসে আরো এক সৌদি প্রবাসী

করোনার করালগ্রাসে আরো এক সৌদি প্রবাসী মৃত্যুবরণ করলেন। তিনি মদিনার অধিবাসী ছিলেন। গত ২৪ জুলাই সৌদি আরবের মদিনা নগরীর উহুদ হাসপাতালে একমাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান

মারা যাওয়া প্রবাসী চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিন জলদি গ্রামের মৃত ছৈয়দ আহমেদের ছেলে জাকের আহমেদ (৫৫)।
তিনি সৌদি আরবের মদিনা শহরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ ১মাস মদিনার উহুদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এরকম লম্বা সময় চিকিৎসাধীন থাকার পর অবশেষে গত ২৪ জুলাই তিনি মারা যান।

তাঁর মদিনায় ছাব্বাকের ব্যবসা রয়েছে।

তিনি সৌদি আরব বসবাস করছেন প্রায় ৩৫ বছর ধরে।
মৃত্যুকালে জনাব জাকের আহমেদ এক স্ত্রী এবং মোট চার সন্তান রেখে যান।

যাদের মাঝে রয়েছে দুই ছেলে ও দুই মেয়ে।
উল্লেখ্য যে সৌদি আরবের করোনা পরিস্থিতি এই মুহূর্তে আগের থেকে কিছুটা উন্নতি করেছে।

সেখানে আক্রান্ত থেকে সুস্থতার সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

গত ২৪ ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরো ৩০ জন রোগী।এছাড়াও আজ নতুন করে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৯৬৮ জন রোগী।

নতুন করে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত করা হয়েছে আরো ১ হাজার ৯৬৮ জনের। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৯৪১ জন।

এছাড়া আজ করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ হাজার ১১০ জন রোগী। এতে করে সৌদিতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২০ হাজার ৩২৩ জন।

বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৪৩ হাজার ৮৮৫ জন। এর মাঝে গুরুত্বর অবস্থায় রয়েছেন ২ হাজার ১১০ জন রোগী।

উল্লেখ্য, নভেম্বর থেকে বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন অব্ধি ১ কোটি ৩ লক্ষ ২৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬ লাখ ৪৯ হাজারের বেশী ।এছাড়া সুস্থ হয়েছে এখন পর্যন্ত ৯৯ লক্ষ ৮৭ হাজারের বেশী।

সর্বশেষ আপডেট: ২৭ জুলাই ২০২০, ১৪:১২
Bashir Akon

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও