হজ ২০২০ : আইসোলেশনের পর হাজীদের স্বাগত জানালো মক্কা

গত ১৯ জুলাই থেকে আইসোলেশনের মাধ্যমে এবারের হাজীদের হজ কার্যক্রম শুরু হয়েছিল। সেখান থেকে গতকাল (২৫ জুলাই) আইসোলেশন শেষে তারা মক্কায় এসে উপস্থিত হয়েছেন

এর আগে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের একটি টুইট মারফত জানা যায় এ বছর সৌদি আরবে বসবাসরত সৌদি নাগরিক ও প্রবাসীদের সীমিত আকারে হজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

তবে হজ শুরুর বাধ্যতামূলকভাবে সকল হাজীদের নভেল করোনাভাইরাস প্রতিরোধহী প্রটোকল অনুসরণ করে ৭ দিনের আইসোলেশনে থাকতে হবে।

গত ২২ জুন এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল যে সৌদিতে বসবাসরত সকল দেশের নাগরিকদের হজের জন্য বিবেচনা করা হবে।
তবে তাদের বয়স ৬৫ বছরের কম হতে হবে।

গতকাল(২৫ জুলাই) সৌদি হজ মন্ত্রী বেনতেন গণমাধ্যমে উল্লেখ করেছেন যে হাজী বাছাই প্রক্রিয়ায় যাদের স্বাস্থ্য তুলনামূলক ভাল তারা অগ্রাধিকার পাবেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। সূত্র : সৌদি গেজেট।

এখন ৩০ জুলাই হজ সম্পন্নের প্রস্তুতিতে আগামী ২৯ জুলাই এবারের হজের একমাত্র মিকাতে ইহরাম বেধে জোহরের আগেই মিনায় চলে যাবেন হাজিরা।
এবারের হজে আরেকটি বিষয় ঐতিহাসিকভাবে প্রথমবারের মত হতে যাচ্ছে যে কেবলমাত্র একটি মিকাতই অতিক্রম করবেন হাজীরা।
উল্লেখ্য মিকাত হচ্ছে হাজীদের ইহরাম বাঁধার স্থান। সেখানে হাজীরা তাদের পরিধেয় সাধারণ বস্ত্র ত্যাগ করে দুটুকরো সাদা কাপড় পরিধান করেন।

সর্বশেষ আপডেট: ২৭ জুলাই ২০২০, ১৪:১৫
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও