অগ্রাধিকার ভিত্তিতে টিকা চান আটকা পড়া কুয়েত প্রবাসীরা

অগ্রাধিকার ভিত্তিতে টিকা চান আটকা পড়া কুয়েত প্রবাসীরা
অগ্রাধিকার ভিত্তিতে টিকা চান আটকা পড়া কুয়েত প্রবাসীরা

করোনার কারণে কুয়েতের ফ্লাইট বন্ধ থাকায় দেশে আটকা পড়েছেন অসংখ্য প্রবাসী। দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা।
বারবার ফ্লাইট চালু হওয়ার কথা থাকলেও কোনো অগ্রগতি নেই।
অন্যদিকে আমিরাত হয়ে কুয়েত যেতে গিয়ে আটকা পড়ছেন তারা।

কুয়েতের স্থানীয় গণমাধ্যম আল রাই জানিয়েছে, ট্রানজিটে যারা আছেন তাদেরকে কুয়েত প্রবেশের অনুমতি দেয়া হবে।
শুধুমাত্র যারা কুয়েতে অনুমোদিত (অক্সফোর্ড, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন) টিকা গ্রহণ করেছেন।
তবে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর যাত্রীদের অনুমতি দেয়া হবে না।
বাংলাদেশে কুয়েত অনুমোদিত টিকা এতদিন না থাকায় প্রবাসীরা ফিরতে পারেনি।
রোববার কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে আসছে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজার বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা।
কুয়েত অনুমোদিত ফাইজারের টিকা দেশে আসছে শুনে আনন্দিত ছুটিতে থাকা প্রবাসীরা। তাদের দাবি প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদানের আওতায় আনা হোক, যাতে করে এসব রেমিট্যান্সযোদ্ধারা প্রবাসে কর্মস্থলে ফেরার ক্ষেত্রে জটিলতা এড়াতে পারে।

সর্বশেষ আপডেট: ৩০ মে ২০২১, ১২:০৭
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও