সৌদি সরকার প্রবাসীদের সাথে চুক্তির জন্য ডিজিটাল প্লাটফর্ম চালু করলো

সৌদি সরকার প্রবাসীদের সাথে চুক্তির জন্য ডিজিটাল প্লাটফর্ম চালু করলো
সৌদি সরকার প্রবাসীদের সাথে চুক্তির জন্য ডিজিটাল প্লাটফর্ম চালু করলো

সৌদি আরবের মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, প্রাইভেট সেক্টরের সকল প্রবাসী কর্মীদের কাজের চুক্তি বা কন্ট্রাক্ট এখন কুইয়া, (QIWA)  প্লাটফর্মের মাধ্যমে দেখা যাবে এবং প্রয়োজনে সংস্কার করা যাবে। এছাড়াও নতুন কর্মীদের জন্য কাজের কন্ট্রাক্ট তৈরী করা যাবে এই প্লাটফর্মে।

মন্ত্রণালয় সৌদি আরবের সকল ব্যবসা মালিকদের উৎসাহিত করছে এই ডিজিটাল সার্ভিস ব্যবহার করার জন্য। নতুন এই সার্ভিসটি কুইয়া পোর্টালে চলমান ৮৫ টি সার্ভিস এর পাশাপাশি নতুন একটি সার্ভিস হিসেবে যোগদান করেছে।

 

কুইয়া প্লাটফর্মের মাধ্যমে প্রবাসীদের চুক্তি তৈরী এবং সম্পাদনা করার সবচাইতে বড় সুবিধা হচ্ছে, কাজের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে প্রবাসী কর্মীরা মালিকের অনুমতি ছাড়াই অন্য চাকুরীতে যোগদান করতে পারবেন।

সৌদি আরবে সম্প্রতি কার্যকর হওয়া নতুন শ্রম আইন প্রবাসীদের জন্য সহজ এবং নতুন কাজের সুযোগ তৈরীর জন্য করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

কুইয়া পোর্টালের মাধ্যমে সৌদি আরবের শ্রম বাজারে আন্তর্জাতিক মানের শ্রম আইন কার্যকর করা হবে বলে আশাবাদী মন্ত্রণালয়। এরফলে প্রবাসীরা কর্মক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবেন বলে ধারনা করছে সকলেই।

সর্বশেষ আপডেট: ১৯ মার্চ ২০২১, ১৪:১৯
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও