৩০ দিনের নিষেধাজ্ঞা শেষ করলো সৌদি আরব।এতে করে বেশ কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় সৌদি আরবে জনসাধারণের প্রবেশাধিকার স্বাভাবিক হচ্ছে। ক’রোনা ভাইরাসের নতুন ধরণ ছড়িয়ে পড়ার আশংকায় গত ৩ ও ১৪ ফেব্রুয়ারি দুই দফায় রেস্তোরাঁ, খেলাধুলা ও বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছিল। রেস্তোরাঁ, খেলাধুলা এবং বিনোদন কেন্দ্রগুলোতে জনসাধারণের প্রবেশ ফের উন্মুক্ত করছে সৌদি আরব।
৩০ দিনের নিষেধাজ্ঞা শেষ করলো সৌদি আরব। এতে করে রেস্তোরাঁ, খেলাধুলা এবং বিনোদন কেন্দ্রগুলোতে আবারো জনসাধারণের প্রবেশ উন্মুক্ত করছে সৌদি আরব। অর্থাৎ গত এক মাসে ধরে যে সেমি লকডাউন অবস্থা চলছিলো তা এখন থেকে উঠিয়ে নিয়েছে সৌদি সরকার।
সৌদি প্রেস এজেন্সির বরাত থেকে জানা যায়, ক’রোনা ভাইরাসের সংক্রমণ রোধে রেস্তোরাঁয় খাওয়া, খেলাধুলা ও বিনোদন কেন্দ্রগুলোতে জনসাধারণের প্রবেশাধিকারের জন্য যে নিষেধাজ্ঞা চলছিলো তার মেয়াদ আর বৃদ্ধি করবে না দেশটি।
এর আগে গত ৩ ও ১৪ ফেব্রুয়ারি সৌদি সরকার দুই ধাপে রেস্তোরাঁ, খেলাধুলা ও বিনোদন কেন্দ্রগুলোতে জনগণের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছিল। এবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
এর আগে, ৪ ফেব্রুয়ারি থেকে ক’রোনার ব্যাপক বিস্তার রোধে সৌদিতে যেসব কার্যক্রম স্থগিত করা হয়েছিল তা হলো-
১. বিবাহ অনুষ্ঠান, কর্পোরেট সভা এবং এর মতো সমস্ত অনুষ্ঠান, বনভোজন অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছিল।
২. অন্য সামাজিক অনুষ্ঠানে যেগুলোতে জনসমাগম হয় সেগুলোও নিষিদ্ধ ছিল।
৩. সমস্ত বিনোদনমূলক অনুষ্ঠান এবং ইভেন্টগুলির স্থগিতাদেশ দেয়া হয়েছিল।
৪. ৩০ দিনের জন্য সিনেমা হল, অভ্যন্তরীণ বিনোদন কেন্দ্র, স্বতন্ত্র অভ্যন্তরীণ গেমের (ইনডোর গেম) জায়গা বা রেস্তোঁরা, শপিংমল, জিম এবং স্পোর্টস সেন্টারে জনসমাগম বন্ধ করা হয়েছিল।
৫. রেস্তোঁরা, ক্যাফে এবং এই জাতীয় খাওয়ার জায়গাগুলোতে ডাইনিং পরিষেবাদি বা সেখানে বসে খাওয়া নিষেধ করা হয়েছিল। অর্থাৎ রেস্তোরাঁ বা ক্যাফেতে বসে খাওয়া যাবে না। তবে এদের পার্সেল বা হোম ডেলভারি সেবা চালু ছিলো।
এখন থেকে এসব নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে সৌদি আরব সরকার। অর্থাৎ স্বাভাবিক সময়ের মতোই চলবে সবকিছু।
সর্বশেষ আপডেট: ৬ মার্চ ২০২১, ১৩:৫৮
পাঠকের মন্তব্য