ভ্যাকসিন গ্রহণের পর আইসোলেশন প্রয়োজন নেই

ভ্যাকসিন গ্রহণের পর আইসোলেশন প্রয়োজন নেই
ভ্যাকসিন গ্রহণের পর আইসোলেশন প্রয়োজন নেই

রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের পর মেডিকেল আইসোলেশন এর প্রয়োজন নেই। এছাড়াও, ভ্যাকসিন গ্রহণের পূর্বে কোনোরকমের ল্যাব টেস্টের প্রয়োজন নেই।

কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের পর মেডিকেল আইসোলেশন বা ভ্যাকসিন গ্রহণের পূর্বে কোনোরকমের ল্যাব টেস্টের প্রয়োজন নেই। রবিবার এমনটাই জানায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়েছে যে, সৌদি খাদ্য ও ড্রাগ অধিদপ্তর থেকে প্রাপ্ত অনুমোদিত ভ্যাকসিন ফাইজার-বায়োএনটেক এবং অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড টীকা গ্রহনকারীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় না,  হ্রাস বা দুর্বল করে না; বরং সম্পূর্ণ নিরাপদ। এছাড়া, ভ্যাকসিনগুলো কোভিড-১৯ সংক্রান্ত জটিলতা এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠার ৯০ দিনের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম এবং সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠা ব্যক্তির জন্য ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট।

সর্বশেষ আপডেট: ২ মার্চ ২০২১, ১৬:০৮
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও