বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু করবে সৌদি আরব

বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু করবে সৌদি আরব
বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু করবে সৌদি আরব

চলতি সাপ্তাহের বৃহস্পতিবার থেকেই ক’রোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঘোষণা করা হয়,যারা প্রথম ধাপে টিকা নিয়েছিলো,তাদেরকে চলতি সাপ্তাহের ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে দেয়া হবে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন । 

বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু করতে যাচ্ছে সৌদি আরব। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঘোষণা করেছে যে, করোনা ভাইরাস টিকা কার্যক্রমের দ্বিতীয় ধাপটি বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি শুরু হবে।

এ বিষয়ে স্বাস্থ্য উপমন্ত্রী ডাঃ আবদুল্লাহ আসিরি বলেছেন যে, বর্তমানে অনুমোদিত সমস্ত করোনা ভাইরাস টিকা থাকবে  দুটি ডোজ এবং এটি প্রত্যাশা করা হয় যে ভ্যাকসিনটি কেবলমাত্র একটি ডোজ দিয়ে শরীরের সুরক্ষায় তার ফলাফল অর্জন করবে।

 

ডাঃ আসিরির মতে, কিং সালমান এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের ভ্যাকসিন গ্রহণের পরে এই টিকা দেওয়ার জন্য নাগরিকদের টার্নআউটে একটি লিপ রেকর্ড করা হয়েছে।

তিনি আরো বলেছেন যে, সৌদি আরবে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোনও শ্রেণী বিভেদ নেই।সৌদি আরবের সকল নাগরিক এবং বসবাসরত সবাইকেই ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে সমান সুযোগ দেওয়া হবে ।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি (শনিবার) স্বাস্থ্য মন্ত্রণালয় এর মুখপাত্র জানিয়েছিলেন, যারা করোনা ভ্যাকসিন এর প্রথম ডোজ গ্রহন করেছেন, তাদেরকে এই সপ্তাহের মধ্যেই দ্বীতিয় ডোজ এর জন্য তারিখ দেয়া শুরু করা হবে ।

বিপুল চাহিদার কারনে সারাবিশ্বেই ফাইজার এর ভ্যাকসিন এর সংকট চলছে, এবং চাহিদা অনুযায়ী ভ্যাকসিন প্রস্তুত করে কুলিয়ে উঠতে পারছে না ফাইজার। এরফলে ভ্যাকসিন এর সংকটে সৌদি আরবে বর্তমানে বন্ধ রয়েছে করোনা ভ্যাকসিন প্রদান। তবে, চলমান সপ্তাহ থেকেই পুনরায় করোনার ভ্যাকসিন দেয়া শুরু করা হবে।

বিগত ১৭ ডিসেম্বর থেকে সারাদেশে করোনার ভ্যাকসিন প্রদান করা শুরু করে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত রিয়াদ, জেদ্দা, মদিনায় এবং দাম্মামে করোনা ভ্যাকসিন সেন্টার খোলা হয়েছে। খুব শীঘ্রই মক্কায়ও পঞ্চম ভ্যাকসিন সেন্টার চালু করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

ফাইজার এর ভ্যাকসিন এর সাফল্যের পরে ইতিমধ্যেই মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকা এর করোনা ভ্যাকসিনকেও অনুমোদন দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, সৌদি আরবে গতকাল নতুন করে শনাক্ত করা হয়েছে ৩১৪ জন করোনা রোগী। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৪১ জন, মৃত্যুবরণ করেছেন ৫ জন।

সৌদি আরবে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৪৬ জন। এর মাঝে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ লাখ ৬৩ হাজার ৯২৬ জন। মৃত্যুবরণ করেছেন মোট ৬ হাজার ৪৩৮ জন।

সৌদি আরবে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৬৮২ জন। এর মাঝে গুরুতর অবস্থায় আছেন ৪৭২ জন।

সর্বশেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ১৩:৪৪
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও