আবুধাবি’র বাংলাদেশ দূতাবাস নতুন ভবনে স্থানান্তরিত হচ্ছে এ মাসেই

আবুধাবি’র বাংলাদেশ দূতাবাস
আবুধাবি’র বাংলাদেশ দূতাবাস

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বাংলাদেশ দূতাবাস চলতি জানুয়ারি মাসেই বর্তমান ডেলমা স্ট্রিটের দীর্ঘদিনের লোকেশান থেকে এয়ারপোর্ট রোডের ডিপ্লোমেটিক এলাকায় নতুন ও সুপরিসর ভবনে স্থানান্তরিত হতে যাচ্ছে। বর্তমানে প্রাত্যহিক কন্সুলার সেবার পাশাপাশি দূতালয় স্থানান্তরের ব্যস্ত কর্মযজ্ঞ চলতে দেখা গেছে।

আবুধাবি দূতাবাসের নতুন লোকেশান আবুধাবি এয়ারপোর্ট রোডের পেপসি কোলা সিগনাল থেকে ফার্স্ট রাইটে ঢুকে নিতে হবে সেকেন্ড রাইট। এই সেকেন্ড রাইটে ২/৩টি ভিলা ফেলে ভিলা নং ৪৬৪৮ ই হতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন।

দূতাবাসের কর্মপরিধি বৃদ্ধি পাওয়ায় এবং বিশেষ করে গ্রীষ্মের দাবদাহের সময় দূতাবাসের সেবা নিতে আসা প্রবাসীদের অসুবিধার কথা বিবেচনায় দূতাবাস নতুন সুপরিসর ভবনে স্থানান্তরিত হতে যাচ্ছে বলে কিছুদিন আগে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

সর্বশেষ আপডেট: ৪ জানুয়ারী ২০২১, ১৭:০৯
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও