বিমানের লন্ডনগামী দুটি ফ্লাইট বাতিল

বিমান
বিমান

যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব চরম পর্যায়ে বিরাজ করছে। দেশটিতে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরনও। শুধুমাত্র রোববারই ইউরোপের এ দেশটিতে নতুন করে ৫৪ হাজার ৯৯০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। দেশটিতে করোনার প্রাদুর্ভাব যখন ঊর্ধ্বমুখী তখন লন্ডনগামী দুটি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ফ্লাইট দুটি চলতি মাসের ২৩ ও ৩০ তারিখ লন্ডনের উদ্দেশে উড়াল দেয়ার কথা ছিল। ইতোমধ্যেই ওই দুই ফ্লাইটের যাত্রীদের বাতিলের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

সোমবার বিমানের ওয়েবসাইটে দেয়া নোটিশে হয়েছে, ২৩ ও ৩০ জানুয়ারির দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট দুটির ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডন যেত। আবার লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসার কথা ছিল।

তবে ফ্লাইট বাতিলের কোনো কারণ উল্লেখ করেনি বিমান।

সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়ানোর প্রেক্ষাপটে দেশটির সাথে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ সাময়িক বন্ধ করার বিষয়ে পরামর্শ দিয়েছিল সংসদীয় কমিটি। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ দেশটির সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দেয়।

বাংলাদেশে এই দাবি উঠলেও সরকার এখনও লন্ডনের ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয়নি। তবে যুক্তরাজ্য থেকে আসা সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার এক অনুষ্ঠানে যুক্তরাজ্যগামী ফ্লাইট বন্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছিলেন, কোনো দেশের সাথে বিমান যোগাযোগ বন্ধের কোনো সিদ্ধান্ত আপাতত নেই। স্বাস্থ্যবিধি মেনে বিমান যোগাযোগ অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেট: ৪ জানুয়ারী ২০২১, ১৬:৪৭
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও