মালয়েশিয়ায় ফের তিন মাসের লকডাউন

মালয়েশিয়ায় ফের তিন মাসের লকডাউন
মালয়েশিয়ায় ফের তিন মাসের লকডাউন

মালয়েশিয়ায় করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের সংক্রমণ অব্যাহত থাকায় আগামী ৩১ মার্চ পর্যন্ত রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের (আরএমসিও) মেয়াদ বাড়ানো হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব কোভিড-১৯-এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, মালয়েশিয়ায় করোনার তৃতীয় ঢেউয়ে প্রকোপ বাড়তে থাকায় লকডাউনের বিধিনিষেধ বাড়ানো হয়েছে।
সংক্রমণরোধে শর্ত সাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত আরএমসিও’র সময়সীমা বাড়ানো হয়েছে।

গেল বছরের ১০ জুন জারি করা আরএমসি‘র মেয়াদ শেষ হয় গত ৩১ ডিসেম্বর।

তবে, কুয়ালালামপুর, সেলাঙ্গর, সাবাহ এবং অন্যান্য রাজ্যের জেলাগুলো, সেরেম্বান, জহুর বারু, বাতু পাহাত, কুলাই এবং পুলাও পিনাং রাজ্যের মুকিম ১২ (বারাত দায়া) ও মুকিম ১৩ (তিমুর লাউত) ১৪ জানুয়ারি পর্যন্ত কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) বহাল থাকবে।

সর্বশেষ আপডেট: ৪ জানুয়ারী ২০২১, ১৩:৩০
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও