আরও এক সপ্তাহ সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট নিষিদ্ধ

সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট
সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট

আরও এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করল সৌদি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটের স্থগিতাদেশ আরও ৭ দিন বাড়ানো হয়েছে।
একইসঙ্গে আকাশ, স্থল ও সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশের সকল কার্যক্রম আরও ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

সৌদি আরব প্রেস এজেন্সি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির আশঙ্কায় ২১ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। সাত দিনের মেয়াদ শেষ হওয়ার শেষ দিনে আরও সাত দিনের জন্য নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হলো।

নতুন নিষেধাজ্ঞার ফলে যারা (বাংলাদেশি যাত্রী) আগে থেকে সৌদি আরব যাওয়ার টিকিট কিনে রেখেছিলেন তারা বিপাকে পড়েছেন।
বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাচ্ছে তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন।

সর্বশেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০, ১৫:৫৩
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও