প্রয়োজনে যুক্তরাজ্য ফ্লাইট বন্ধ করা হবে

পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী
পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী

প্রয়োজনে যুক্তরাজ্য ফ্লাইট বন্ধ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিরাপত্তা মহড়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

লন্ডনফেরত যাত্রীদের কোয়ারেন্টিন বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সবার জন্য পিসিআর টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক, সঙ্গে সাত দিনের কোয়ারেন্টিন।
বিমানবন্দর কর্তৃপক্ষ লন্ডন যাত্রীদের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

সকালে শাহজালাল বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়।
সেখানে একটি ফ্লাইটে বোম থ্রেট কীভাবে মোবাবিলা করা হয় তা দেখানো হয়।
পাশাপাশি যাত্রী এবং এয়ারক্রাফ্টকে নিরাপদ রাখতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম পরিচালনা করে।

সর্বশেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০, ১৫:১২
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও