বিমানবন্দরে কড়াকড়ি আরোপ

বিমানবন্দর
বিমানবন্দর

আকাশপথে করোনা আক্রান্ত যাত্রী আসার হার অনেকাংশে কমে গেছে।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি, এ সংখ্যা এখন প্রায় শূন্যের কোঠায়।
তবে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, হযরত শাহজালালসহ দেশের বিভিন্ন বিমানবন্দর দিয়ে করোনা রোগী বিদেশ থেকে দেশে প্রবেশ করছেন।
সিভিল এভিয়েশনসহ স্বাস্থ্য অধিদফতরের কড়াকড়ি থাকার পরও সনদ ছাড়া যাত্রীরা টাকার বিনিময়ে হেলথ কার্ড পাচ্ছেন।
এ কাজে কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী জড়িত বলে অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান বলেন, আমরা চাই সবাই আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করুক। একজন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি যদি দেশে-বিদেশে যাওয়ার হেলথ কার্ড পান তাহলে এটা দুঃখজনক।
করোনা আক্রান্ত ব্যক্তি বিদেশে চলে গেলে সেসব দেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়।

নেগেটিভ সনদ ছাড়া করোনার দ্বিতীয় ঢেউয়ের (সেকেন্ড ওয়েভ) সংক্রমণ ঠেকাতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষসহ (বেবিচক) সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনা নেগেটিভ সনদ ছাড়া বিদেশ থেকে আগত যাত্রী সংখ্যা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত ৫ ডিসেম্বর নির্দেশনা জারি করে বেবিচক।

সর্বশেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০, ১১:৪৫
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও