এশিয়ায় প্রথম করোনা ফাইজারের টিকা পেল সিঙ্গাপুর

ফাইজারের টিকা
ফাইজারের টিকা

এশিয়ার মধ্যে সবার আগে ফাইজার ও এর পার্টনার বায়োএনটেকের করোনার টিকা হাতে পেয়েছে সিঙ্গাপুর।
সোমবার টিকাটির প্রথম চালান সিঙ্গাপুরে আসে।

টিকার প্রথম চালান সিঙ্গাপুরে পৌঁছার খবরে আনন্দ প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।
ফেসবুকে তিনি বলেন, একটা ‘দীর্ঘ ও কষ্টকর’ বছর পার করেছি।
টিকা আসার খবর সিঙ্গাপুরবাসীকে আনন্দিত করবে আশা করি।

স্বাস্থ্যকর্মী, প্রবীণ এবং চিকিত্সাগতভাবে দুর্বল ব্যক্তিদের টিকার দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে সিঙ্গাপুর।
এছাড়া দেশটি ২০২১ সালের তৃতীয় পর্যায় অর্থাৎ সেপ্টেম্বর নাগাদ ৫ দশমিক ৭ মিলিয়ন লোককে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ধারাবাহিকতায় গত সপ্তাহে টিকাটির অনুমোদন দেয় সিঙ্গাপুর।
সিঙ্গাপুরে টিকার চালান আসে বেলজিয়াম থেকে।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ টিকা আসে।

সর্বশেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০, ১২:২৪
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও