বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন সেন্টারেই করোনাভাইরাস পরীক্ষা

কোয়ারেন্টাইন সেন্টার
কোয়ারেন্টাইন সেন্টার

বিদেশ ফেরত যাত্রীদের করোনাভাইরাসের শনাক্তে নমুনা পরীক্ষার জন্য কোয়ারেন্টাইন সেন্টারেই আরটি-পিসিআর ল্যাবরেটরি বসানো হচ্ছে।
সেখান থেকে তিনদিনের মধ্যে নমুনা পরীক্ষার ফলাফল দেয়া হবে।
এই ফলাফলের ভিত্তিতেই বিদেশ ফেরত ব্যক্তিদের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ অর্থাৎ হাসপাতালে ভর্তি নাকি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়ে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

আপাতত রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ঢোকা যাত্রীদের ক্ষেত্রেই এ নিয়ম চালু করা হচ্ছে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়।
খুব শিগগিরই প্রক্রিয়াটি চালু হতে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের একাধিক দায়িত্বশীল সূত্র।

সর্বশেষ আপডেট: ২ ডিসেম্বর ২০২০, ১৬:০৫
Desk
এড্যমিন

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও